Image description

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে সাংবাদিকদের সংগঠন নোবিপ্রবি সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস)। নোবিপ্রবিসাসের কার্যনির্বাহী কমিটি ২০২১-২২ সেশনের সেরা প্রতিবেদক (ফিচার) হিসেবে নির্বাচিত হয়েছেন নোবিপ্রবির দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ ফাহাদ হোসেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) নোবিপ্রবি বিএনসিসি ভবনে আয়োজিত নোবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২১-২২ সেশনের সেরা প্রতিবেদক (ফিচার) হিসেবে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ ফাহাদ হোসেনকে পুরস্কার তুলে দেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম।

সাংবাদিকতা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি না থাকলেও পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উন্নয়ন, দুর্নীতি, অনিয়ম, সভা-সেমিনার, সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সংবাদ প্রতিনিয়ত জাতির সামনে তুলে ধরছেন নোবিপ্রবিসাসের সদস্যরা।

সাংবাদিকদের অনুপ্রেরণা ও উৎসাহ যোগাতে নোবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রথমবারের মতো তিনজন সাংবাদিককে তিন ক্যাটাগরিতে বর্ষসেরা ঘোষণা করা হয়।

সারা বছরের সংবাদ ও কাজের দক্ষতার ভিত্তিতে ঘোষণা করা হয় বর্ষসেরা ক্যাম্পাস প্রতিবেদক, বর্ষসেরা ফিচার প্রতিবেদক এবং বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকের নাম। প্রথমবারে বর্ষসেরা ক্যাম্পাস সাংবাদিক নির্বাচিত হয়েছেন দৈনিক খোলাকাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিয়াদুল ইসলাম বর্ষসেরা ফিচার প্রতিবেদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ ফাহাদ হোসেন এবং বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হয়েছেন ডেইলি ক্যাম্পাস অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমাম হোসেন।

নোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২১-২২ সভাপতি আব্দুল কবির ফারহান ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার ঘোষণা করেন। এসময়ে নোবিপ্রবি উপ- উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্যাহ্ খান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নোবিপ্রবি সাংবাদিক সভাপতি আব্দুল কবীর ফারহান বলেন, সারা বছরের সকল দিক বিবেচনা করে বর্ষসেরা ফিচার প্রতিবেদক ও বর্ষসেরা ক্যাম্পাস প্রতিবেদক এবং বর্ষসেরা ক্যাম্পাস অনুসন্ধানী প্রতিবেদক ঘোষণা করা হয়। যাতে অন্যান্য সদস্যরাও তাদের সংবাদ পরিবেশনা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে অনুপ্রাণিত হয়।

মানবকণ্ঠ/এসএ