Image description

তীব্র তাপদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক শাখা, মাদ্রাসার ইবতেদায়ি, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের পর এবার সব টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্লাস আজ বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখার পরিচালক মো. সালাহউদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত প্রাথমিক শাখার ক্লাসও ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

পরে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বৃহস্পতিবার বন্ধের ঘোষণা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এক বার্তায় তারা জানায়, আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তায় আগামী ৫-৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ওই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

মানবকণ্ঠ/এআই