Image description

লিফট কিনতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের প্রতিনিধি দলের বিদেশ যাত্রা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে তাদের ভ্রমণ স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে পাবিপ্রবির জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

লিফট কিনতে তুরস্ক সফরে যাওয়ার কথা জানাজানি হলে সারা দেশে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এ নিয়ে পাবিপ্রবি সাধারণ শিক্ষক কর্মকর্তাদের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রিজেন্ট বোর্ড সদস্যরাও।

আগামী ৬ জুন প্রতিনিধি দলটির তুরস্ক যাওয়ার সফরসূচি নির্ধারিত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ফরিদ আহমেদ, উপবিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ইইই) মো. রিপন আলী, উপবিশ্ববিদ্যালয় প্রকৌশলী জহির মোহা. জিয়াউল আবেদীন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জি এম আজিজুর রহমান।

মানবকণ্ঠ/এসআরএস