Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য সাত কলেজের শিক্ষক সংকট প্রসঙ্গে বলেছেন, "সাত কলেজের সব কলেজেই শিক্ষক সংকট নেই, তবে সেসব বিষয়ে শিক্ষক সংকট রয়েছে সেটি পুরো বাংলাদেশেই রয়েছে"।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ৩ টার দিকে মুঠোফোনে প্রতিবেদককে এ কথা জানান তিনি।

ফলাফল অটো সমন্বয় হওয়ার কথা থাকলেও তা কেন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য জানান, "সফটওয়্যার আপডেট করার কাজ শেষ হলেই দ্রুতই এ সমস্যার সমাধান হবে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন বর্ষের ফলাফল দীর্ঘ সময় পর প্রকাশ করার প্রসঙ্গে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেছেন, "বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে দীর্ঘ সময় ব্যয় হয়। এ কারণেই রেজাল্ট প্রকাশ করতে সময় লেগে যায়।"

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২টার দিকে ঢাকা কলেজের সামনে সাত দফার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সমন্বয়কের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান।

শিক্ষার্থীদের সাত দফা দাবী- ১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা ও শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা। ২. তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যদের মানোন্নয়নের মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া। ৩. দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে, বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এ সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া। ৪. সর্বোচ্চ তিন মাস ( ৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে। ৫. সাত কলেজের শিক্ষার্থীরা কার কাছে, কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে তা ঠিক করে দেওয়া। ৬. একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ণ ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। ৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানবকণ্ঠ/এসআরএস