স্মৃতিসৌধে জাবিসাসের শ্রদ্ধাঞ্জলি অর্পণ


  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২৬ মার্চ ২০২৩, ১৫:৩৯

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (জাবিসাস) পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। রবিবার (২৬ মার্চ) সকাল ৮ টায় তারা এ ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, মহান স্বাধীনতার মাসে মুক্ত চিন্তার প্রকাশ ও তথ্য পাওয়ার অধিকার হোক এবারের জাতীয় দিবসের পাওয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন জাবিসাসের সহ-সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত সুমন, কোষাধ্যক্ষ- ইমরান হোসাইন হিমু, কার্যকরী সদস্য-আব্দুর রহমান সার্জিল, মেহেদী মামুনসহ জাবিসাসের সাংবাদিকবৃন্দ।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar