জবি শিক্ষার্থী অর্ণব দাস এখন আহমাদ কাবির

- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২৪ মার্চ ২০২৩, ১৬:৫০, আপডেট: ২৪ মার্চ ২০২৩, ১৬:৫৯
হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্নব দাস। বর্তমান নাম আহমাদ কাবির।
দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্ম সম্পর্কে জানা ও বুঝার পর গত ১০ মার্চ আনুষ্ঠানিক ভাবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন তিনি। এরপর হলফনামার মাধ্যমে নামও পরিবর্তন করেন।
রাজধানীর বাড্ডায় পিতা ইন্দ্রজিত দাস ও মাতা পারুল দাসের ঘরে জন্মগ্রহণ করেন অর্ণব দাস। পরিবারের চতুর্থ সন্তান তিনি। এর আগে ২০১৬ সালে তার মেজো বোনও ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আহমাদ কাবির বলেন, আমার বোন ইসলাম গ্রহণ করার পরপরই আমার মধ্যে একটা কৌতুহল জাগে। আমি ইসলাম সম্পর্কে জানার জন্য অনেক বই, কিতাব পড়ি। আল্লাহ ও তার প্রেরিত রাসুল সম্পর্কে জানি। আমি সত্যতা পায় ইসলাম ধর্মের। এরপর ইসলাম সম্পর্কে আরো জানতে ড. জাকির নায়েক, মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতাম। একপর্যায়ে ইসলামের প্রতি ভালোবাসা জন্মে। তখন থেকেই লুকিয়ে নামাজ পড়তাম আমি। প্রায় দুই বছর এলাকার বাইরে গিয়ে লুকিয়ে নামাজ পড়েছি।
তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের আগে থেকেই নামাজ পড়তাম। নিয়ম কানুন মানতাম। ইসলাম ধর্ম গ্রহণ ও ভালোবাসা জন্মানোর কারন জানিয়ে তিনি বলেন, গত তিন মাস আগে আমি পরপর তিন দিন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছি যে, আমি নামাজ রত অবস্থায় আছি এবং সালাত আদায় করছি। এরপর আমি ভাবতে লাগলাম, আমি কি হেদায়েত পেতে দেরি করে ফেলছি? তাই দ্রুতই মার্চের ১০ তারিখ বেরাইদ পূর্বপাড়া জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।


