দেয়ালিকা জানাবে শিক্ষা ও গবেষণার গুরুত্ব


  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২১ মার্চ ২০২৩, ২০:২৮,  আপডেট: ২১ মার্চ ২০২৩, ২০:৪৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশ করা হয়েছে দেয়ালিকা 'মাভৈঃ মাভৈঃ' (ভয় করো না, ভয় করো না)। এই বছর দেয়াল পত্রিকাটির পঞ্চম সংস্করণ প্রকাশ করা হয়। মঙ্গলবার (২১) মার্চ সকাল সাড়ে ১১ টায় দেয়ালিকাটি উদ্বোধন করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. গোলাম মহিউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের শিক্ষক অধ্যাপক ড. উদিতি দাশ, সহযোগী অধ্যাপক আমির উদ্দিন, সহযোগী অধ্যাপক মোঃ জাকির হাসান, সহযোগী অধ্যাপক ড. ফাওজীয়া ফালেহা সাদিদা, সহযোগী অধ্যাপক নাসিমা পারভীন, সহাকারী অধ্যাপক সৌমেন কিশোর নাথ, সহাকারী অধ্যাপক কাজল বরণ নাথ, সহাকারী অধ্যাপক রাজীব আহমেদ ফয়সাল, সহাকারী অধ্যাপক সুস্মিতা দত্ত। দেয়ালিকায় রয়েছে শিক্ষা সম্পৃক্ত বিভিন্ন বিষয়ের উপর ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ১২ টি আর্টিকেল। শিক্ষা বিষয়ক সমস্যা ও সম্ভাবনা, শিক্ষাক্রম কেমন হওয়া উচিত, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, ছাত্র শিক্ষক রাজনীতি ইত্যাদি পর্যালোচিত হয়েছে আর্টিকেলগুলোতে।

দেয়ালিকা উদ্বোধনকালে ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. গোলাম মহিউদ্দিন বলেন, দেয়াল পত্রিকা একটি সৃজনশীল কাজ। এটি শিক্ষার্থীদের মাঝে কোন কিছু চিন্তা করা এবং তা প্রকাশ করার আগ্রহ বাড়িয়ে তোলে। এমন যেকোনো কাজে আইইআরের শিক্ষার্থীরা আমাদের সহোযোগিতা পাবে।

অধ্যাপক ড. উদিতি দাশ বলেন, এরূপ কাজের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায় এবং সৃজনশীল মনন তৈরি হয়। এটি শিক্ষার্থীদের মাঝে সুলেখক তৈরীর উন্মাদনা তৈরি করবে এবং মানসম্পন্ন লেখক বের হয়ে আসতে সাহায্য করবে।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar