অনশন তুলে নিলেন কুবি শিক্ষার্থীরা


  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২০ মার্চ ২০২৩, ২১:৩৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আমরণ অনশন স্থগিত করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় পাঁচটি দাবির ৪টি মেনে নেওয়ার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান অনশনকারীদের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙ্গিয়ে দেন।

এর আগে গত রবিবার বিকেল চারটায় প্রক্টরের অপসারণ, বহিষ্কৃত দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে আমরণ অনশনে শুরু করে ৪ শিক্ষার্থী। পরে তাদের সাথে যোগ দেয় আরও ৩ শিক্ষার্থী। টানা ১০দিন শান্তিপূর্ণ আন্দোলনের পর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সংবাদ সম্মেলন করে এ অনশনে যান তাঁরা।

এসময় অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা তোমাদের শিক্ষা জীবনে ফিরে যাও। আমরা তোমাদের সাথে আছি। তোমরা আমরা মিলেই এই বিশ্ববিদ্যালয়। ধরেই নিচ্ছি পুরো নিশ্চয়তা দেওয়ার পরই তোমরা অনশন ভেঙেছ।

অনশন স্থগিত করার বিষয়ে আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম বলেন, প্রশাসনের অনুরোধে আমরা আন্দোলন স্থগিত করি। আমাদের বেশিরভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ আজকে অফিস টাইমের মধ্যে স্থগিত করা হবে। তবে প্রক্টর অপসারণের দাবির বিষয়ে প্রমাণ চেয়েছেন, আমরা যথাযথ প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নিবে। আমরা আশ্বস্ত হয়ে আন্দোলনটি শিথিল করছি। সময়ের প্রয়োজনে আবারও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়াবো।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাই আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। হলে অছাত্র ও অবৈধ কেউ থাকতে পারবে না। যে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সেটা স্থগিত থাকবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। আর প্রক্টরের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিতে পারলে আমরা ব্যবস্থা নিব।

তবে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের সাথে আমাদের মাঝে সকল বিষয়ে সমঝোতা হয়েছে। এ বিষয়ে আর কিছু বলার নেই। ছাত্রলীগের একটি গ্রুপ আমার উপর ক্ষিপ্ত হয়ে অকারণে পদত্যাগ চেয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar