শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুরোধে পুনরায় গুচ্ছে থাকছে ইবি


  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২০ মার্চ ২০২৩, ১৯:৪৬,  আপডেট: ২০ মার্চ ২০২৩, ১৯:৫১

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুরোধে পুনরায় গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সোমবার (২০ মার্চ) দুপুরে ইউজিসির কনফারেন্স রুমে ইউজিসির সর্বোচ্চ নীতিনির্ধারকরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে এক বৈঠকে বসেন। উক্ত বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা যায়, ইউজিসির সর্বোচ্চ নীতিনির্ধারকরা গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসিকে অনুরোধ জানানো হয় গুচ্ছভুক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্তৃকও অনুরোধ জানানো হয়। যার ফলে ইউজিসির অনুরোধ ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ রাখতে পুনরায় গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেয় ইবি। এসময় সভায় ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষক সমিতি এ বিষয়ে বেশ কয়েকবার কার্যনির্বাহী সভা ও সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। কার্যনির্বাহী সভায় গুচ্ছ থেকে সরে আসার বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া গুচ্ছের পক্ষে-বিপক্ষে শিক্ষকদের ভোট নেওয়া হয়। ভোটাভোটিতে গুচ্ছের বিপক্ষে অধিকাংশ শিক্ষক অবস্থান নেয়। যার ফলশ্রুতিতে আজ ২০ মার্চ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, বিষয়টা আমরা পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। তাছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর উপাচার্য ওখানে গেছেন। এখন ওখানে কি আলোচনা হলো তিনি এসে বললে আমরা জানতে পারবো। তবে আমরা এখন পর্যন্ত একই সিদ্ধান্তের উপর আছি। তাঁর সাথে আলোচনা করার পর আমরা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবো।

এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে একাধিকবার মুঠোফোনে কল করলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

মানবকন্ঠ/এসএ


poisha bazar