কুবিতে বাসের ধাক্কায় আহত ১

- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২০ মার্চ ২০২৩, ১৭:২৯, আপডেট: ২০ মার্চ ২০২৩, ১৭:৩২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিআরটিসির বাসের ধাক্কায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবিকুন নাহার লিন্ডা। সোমবার (২০মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাকিস্তান মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লিন্ডা দুপুরে ক্লাস শেষে বাসায় ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি লাল বাস (১১নং) লিন্ডাকে উলটো দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন।
পরে কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষার্থীকে একদিনের জন্য পর্যবেক্ষণে রাখার কথা বলেন। এ বিষয়ে পরিবহন কর্মকর্তা স্বপন চন্দ্র মজুমদার বলেন, আমি ঘটনা জানি না, তবে আমি খোঁজ নিচ্ছি। ড্রাইভারকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
মানবকণ্ঠ/এসএ


