সভাপতি সজীব, সাধারণ সম্পাদক রুপন
ঢাকা কলেজ ৯০ এর কমিটি গঠন

- নিজস্ব প্রতিবেদক
- ২০ মার্চ ২০২৩, ১৪:৩৪, আপডেট: ২০ মার্চ ২০২৩, ১৪:৪৬
রাজধানী ঢাকার ইস্কাটন গার্ডেনে অবস্থিত সুং গার্ডেন রেস্টুরেন্টে গত ১৬ মার্চ বৃহস্পতিবার ঢাকা কলেজ ৯০ এর পুণর্মিলন ও অভিষেক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে অনেকেই ভার্চুয়ালী অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলেন। উষ্ম অভ্যর্থনা, পবিত্র কুরআন তিলাওয়াত, লোগো উন্মোচন, পরিচিত সভা, শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং কেক কেটে অভিষেক উৎযাপন করা হয়।
সকলের উপস্থিতিতে সভাপতি মাহবুব উর রহমান সজীব, সাধারণ সম্পাদক হাম্মাদ মুজিব রূপন ও অন্যান্য বিশেষ ব্যক্তিরা পরিষদের রূপরেখা, পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণাসহ সার্বিক আলোচনা ও সকলের সহযোগিতা কামনা করেন। সংশ্লিষ্ট সকলে এ পরিষদের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা জ্ঞাপণ করে সফলতা কামনা করেছেন।
পরবর্তীতে সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন এবং পরিশেষ সভাপতি সমাপনী ভাষণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।
মানবকণ্ঠ/এফআই


