কোরআন পোড়নোর প্রতিবাদে জাবিতে বিক্ষোভ


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্ররা সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে সমবেত হয় বিক্ষুব্ধরা।

এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘প্রত্যেকের ধর্ম পালনে স্বাধীনতা রয়েছে। প্রত্যেক দেশের সংবিধান সে স্বাধীনতার কথা বলে। সুইডেন আমাদেরকে মানবতার কথা বলে, ধর্মীয় স্বাধীনতার কথা বলে মুসলমানদের বুকে বারবার আঘাত করে যাচ্ছে। এই কুলাঙ্গার রাসমাস পালুদান এর আগেও কোরআন পোড়ানোর শপথ ঘোষণা দিয়ে বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করেছিল।’

আরেক ছাত্র সাইফুল্লাহ সাদ বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মুসলমান। ইসলাম আমাদেরকে ধর্মপালনের সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শেখায়, আমাদেরকে সুশৃঙ্খল হতে শেখায়। কিছু মানুষ একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে পুরো মুসলিম উম্মাহকে কোণঠাসা করে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চাচ্ছে।’

মানবকণ্ঠ/এমআই


poisha bazar