কুবিতে প্রথমবর্ষের ক্লাস ২৩ জানুয়ারি


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ১৯ জানুয়ারি ২০২৩, ১৯:৫৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ২৩ জানুয়ারি (সোমবার)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

আমিরুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়েছে, ২৩ জানুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এখন পর্যন্ত এ সিদ্ধান্তই নেয়া হয়েছে।

আসন খালি থাকার বিষয়ে তিনি বলেন, আজকে ভর্তি কার্যক্রম শেষ হবে। ভর্তি শেষ হলেই আমরা বলতে পারব, আসন সংখ্যা খালি আছে কিনা। খালি থাকলে কমিটি আবার বসে সিদ্ধান্ত নিবে।

কুবি টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. সাইফুর রহমান বলেন, আমাদের ভর্তি কার্যক্রম চলছে। কোটায় ভর্তির দ্বিতীয় মেরিট লিস্টও আমরা দিয়ে দিয়েছি। ক্লাস শুরুর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ১৯টি বিভাগে আসন রয়েছে মোট ১ হাজার ৪০টি। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হবে বিশ্ববিদ্যালয়টির ১৬তম ব্যাচ।

মানবকণ্ঠ/এমআই


poisha bazar