শেকৃবি'র উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান


  • অনলাইন ডেস্ক
  • ১৮ জানুয়ারি ২০২৩, ২১:৪৯

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের ৭৭তম ব্যাচের সেশনজট নিরসনের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও তা পূরণ করেননি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষার্থীরা আশ্বাসের বিষয়ে জানতে চাইলে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ডিন। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ, সোমবার (১৬ জানুয়ারি) অবস্থান কর্মসূচির পর ডিন অফিসের সামনে মিটিংয়ের সিদ্ধান্ত জানতে গেলে তাদের দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দেন ডিন। এসময় তাদেরকে ‘অমানুষ’ বলে চলে যান তিনি। ডিন তাদেরকে বলেন, ‘যা পারো করো’।

শিক্ষার্থীরা বলেন, বিভাগীয় প্রধানদের সঙ্গে ডিন বৈঠক করে মাত্র ১০ দিন কমিয়েছেন। অথচ আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে অতিরিক্ত ক্লাস করে এমনিতেই এ কয়েকদিন এগিয়ে নিতে পারি। ডিন আমাদের দাবি না মেনে বলছেন, যা পারো করো। ডিনই আমাদের উপাচার্যের বাসভবনের সামনে নিয়ে এসেছেন।

জানতে চাইলে অধ্যাপক পরীমল কান্তি বিশ্বাস বলেন, ‘ডিনের সিদ্ধান্ত উপাচার্যকে জানিয়েছি। বাকিটা উপাচার্য সিদ্ধান্ত নেবেন।’

মানবকণ্ঠ/এফআই


poisha bazar