ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৯.২ শতাংশ

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২৮ নভেম্বর ২০২২, ১৮:২৩
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে পাসের হার ৮৯.২ শতাংশ। আর বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুরে জেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া মোট ১ লাখ ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন। ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮.১৮ শতাংশ, মানবিক বিভাগে ৮৩.৩৫ এবং ব্যবসায় শিক্ষায় ৯০.৪৪ শতাংশ।
গত বছরের তুলনায় ময়মনসিংহ বোর্ডে এবার পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০২১ সালে পাসের হার ছিল ৯৭.৯০ শতাংশ।
ময়মনসিংহ বোর্ডে অন্যদিকে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৫৭৭ জন, পাসের হার ৮৯.০৯ শতাংশ। পাস করা ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৩০৫ জন ও তাদের পাসের হার ৮৮.৯৫ শতাংশ।
অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ হাজার ৭৬৮ জন এবং ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৪৮ জন।
মানবকণ্ঠ/এমআই

আরো সংবাদ

