রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণার নবদিগন্তের সূচনা

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪২
গবেষণা ও উচ্চশিক্ষার দ্বার প্রসারিত করতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) এবং ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এক প্রেস বিজ্ঞত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা, মো. শাহ্ আলী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর (রবিবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬তম সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে এম.ফিল ও পি.এইচডি প্রোগ্রাম চালুর বিষয়টি অনুমোদিত হয়। এবং গত ১৯ সেপ্টেম্বর (সোমবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০তম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম এর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর, এম.ফিল ও পি.এইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে চুড়ান্ত অনুমোদন দেয়া হয় বলে জানা যায়।
মানবকণ্ঠ/এমআই

আরো সংবাদ

