সরকারি নির্দেশনা না মেনে কওমি মাদরাসায় পরীক্ষার আয়োজন


- অনলাইন ডেস্ক
- ০৭ এপ্রিল ২০২১, ১৪:১০, আপডেট: ০৭ এপ্রিল ২০২১, ১৪:২২
লকডাউনের মধ্যে সরকারি নির্দেশ অমান্য করেই পরীক্ষা আয়োজন করেছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। তবে শিক্ষা বোর্ডটির দাবি, শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেয়া হচ্ছে।
দেশে গত কয়েকদিনে মহামারি করোনার প্রকোপ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নিচ্ছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড। বর্তমান লকডাউনে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কার্যকরী সদস্য মুফতি নুরুল আমিন।
বুধবার (৭ এপ্রিল) তিনি গণমাধ্যমকে জানান, ‘গত শনিবার (৩ এপ্রিল) থেকে আমাদের এ পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আজ বুধবার দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। সরকারি নির্দেশনা মোতাবেক শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। বর্তমান লকডাউন পরিস্থিতির কারণে এ পরীক্ষা সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী রোববার পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সেটি আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।
লকডাউনের এই পরিস্থিতিতে পরীক্ষার আয়োজন সরকারি নির্দেশনা অমান্য হচ্ছে কি-না এমন বিষয়ে জানতে চাইলে মুফতি নুরুল আমিন গণমাধ্যমকে বলেন, কওমি শিক্ষায় সরকারি কোনো নির্দেশনা অমান্য করে পরিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে সেটি আমাদের মুরুব্বিরা পর্যালোচনা করছেন। সেটিকে গুরুত্ব দিয়ে আমাদের পরীক্ষাগুলো সংকোচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সারাদেশের ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা চলছে। সকাল ৯টা থেকে এবং বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এদিকে কওমি মাদরাসাসহ (এতিমখানা ছাড়া) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মানবকণ্ঠ/এমএ

