সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত


- অনলাইন ডেস্ক
- ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুললে পরবর্তীতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, পরীক্ষা বন্ধের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। আজ সন্ধ্যায় আমরা সাত কলেজের অধ্যক্ষরা ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে বৈঠক করেছি। সেখানে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।
মানবকণ্ঠ/এসকে
আরো সংবাদ

