শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত


- অনলাইন ডেস্ক
- ১০ এপ্রিল ২০২০, ২০:৩৬
প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে জানান, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। এজন্য ওই তারিখ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
একই সঙ্গে সব ধরনের কোচিং সেন্টারও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।
এর আগে গত ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ছয়জন মারা গেছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে এবং মোট মৃত্যু ২৭ জনে দাঁড়াল।
মানবকণ্ঠ/এসকে
আরো সংবাদ
