প্রেমের খবর ফাঁস, পদ হারালেন সিঙ্গেল কমিটির সহ-সভাপতি!


- অনলাইন ডেস্ক
- ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১০, আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩১
গোপনে প্রেম করার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ড স্টাডিজ বিভাগে ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানকে সিঙ্গেল কমিটির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির সভাপতি নবীর হোসেন জয় বলেন, সে সিঙ্গেল কমিটির আইন অমান্য করেছে। আমরা তদন্ত করে জানতে পারি সে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা দুঃখজনক। তাই কমিটির সবার সম্মতিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বলেন, তার এই বহিষ্কার সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে করে কেউ ভবিষ্যতে প্রেমের মতো সম্পর্কে না জড়ায়। আমরা সব সিঙ্গেলদের আহ্বান জানাব, আপনারা ভুলেও প্রেমে পড়ে ভার্সিটির জীবনের সোনালী সময় নষ্ট করবেন না।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল কমিটি প্রায় দুই বছর ধরে বিশ্ব ভালোবাসা দিবসে 'দুনিয়ার সিঙ্গেল, এক হও' স্লোগানে র্যালিসহ নানা কার্যক্রম করে আসছে। বর্তমানে এতে শতাধিক সদস্য রয়েছে।
মানবকণ্ঠ/এসকে
