Image description

জাপানে শুক্রবার (৫ মে) আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় ইসিকাওয়া অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২ট ৪২ মিনিটে মাটির ১০ মিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। তবে ভূমিকম্পের পর দেশটিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

শুক্রবার ভোরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। রাজধানী ঢাকার অদূরে দোহারে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ফলে ঢাকার বেশিরভাগ মানুষ শক্তিশালী কম্পন টের পান।

জাপানের রেলওয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর নাগানো এবং কানাঝাওয়ার মধ্যে চলাচলকারী শিনকানসেন বুলেট ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

জাপানি আবহাওয়া সংস্থার ভূমিকম্প পরিমাপক সিনদো স্কেলে সুজু সিটি, ইসিকাওয়ায় ভূমিকম্পটি আপার সিক্স মাত্রা স্পর্শ করে। তার মানে এ ভূমিকম্পের প্রভাবে বড় ভূমিধসের ঘটনা ঘটতে পারত।

যুক্তরাষ্ট্রের ভূজরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে জাপানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।প্যাসিফিক রিং অব ফায়ারের কাছে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।

মানবকণ্ঠ/এসএ