জামিন পেলেন রাহুল গান্ধী


  • অনলাইন ডেস্ক
  • ০৪ এপ্রিল ২০২৩, ১১:০০

মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মানহানির মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন আদালত। আদালত তার দুই বছরের সাজা স্থগিত করেছেন। বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে। সোমবার (৩ এপ্রিল) গুজরাটের সুরাতের একটি আদালত এ আদেশ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় কংগ্রেস নেতাকে দু’বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাতেরই ম্যাজিস্ট্রেট আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন রাহুল।

এর আগে এই মামলায় ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন রাহুল। আদালতের এই রায়ের পরে পরবর্তী শুনানি পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৩ এপ্রিল।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar