‘গীতিকবিতা ’


  • অনলাইন ডেস্ক
  • ০২ মার্চ ২০২৩, ১৮:০৭,  আপডেট: ০২ মার্চ ২০২৩, ২০:১৮

‘নিঃশেষ’

লেখা - শাওন আজহার

 

দিয়েছো অপবাদ , করেছো অবহেলা,
পথের পথিক হয়ে নিয়েছি জ্বালা।

অহমিকা তোমায় করেছে রাণী,
বুঝোনি আমার মনেরও বাণী।

চেয়েছি তোমায় অস্তিত্বের মাঝে,
অবহেলা দিয়েছো শাসকের সাজে।

বেঁচে থেকেও হয়েছি নিঃশেষ,
সমাধিতে দিও তোমারি সবিশেষ।


poisha bazar