হিজিরের ৩টি কবিতা


  • অনলাইন ডেস্ক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৪

তুমি শুধুই কল্পনা
মো. হিজির

জানি এই বেমানান পৃথিবীতে তুমি আমার হবে না
ধুয়ে মুছে যাক তোমাকে চাওয়ার যত প্রার্থনা
পেয়ে হারানোর মতো হৃদয়ে যত আর্তনাদ
আমার মস্তিষ্ক জুড়ে প্রেমের মিছিল
তোমাকে না পাওয়ার প্রতিবাদ
তুমি হাত বাড়িয়ে আবার ফিরে যাও
তোমাকে ঘিরে যত নিদ্রাহীন রাত
তোমার হাসি যেন বজ্রপাত
আমাকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়
আমি বিলীন হওয়ার মতো প্রায়
আমাকে আমার হতে ছিনিয়ে নেয়
জানি এই বেমানান পৃথিবীতে তুমি আমার হবে না
তুমি আছো-তুমি নেই, তুমি শুধুই কল্পনা।


বিশুদ্ধ ভন্ড
মো. হিজির

গরুর কাঁধে লাঙ্গল দেখে ছাগল ভাবে সেরা সে
এগারো মাস'ই গরুর থাকে, ছাগলের শুধু 'মে'
ধর্মের নামে মুখোশ পরে মঞ্চ নাচায় যে
সে শেখাবে আদব-কায়দা, এরা এল কোত্থেকে!
তাদের চোখে তারাই মানুষ, বাকিরা বুঝি গাধা?
কোনদিনে কুকুর ডাকে না? এটা ছিল ধাঁধা
তারা তো ভাই বহু চালাক, লেজ কাটা শিয়াল
গরুর পিছে লেজটাও তাদের কাটার খেয়াল
ছাগল আছিস, ছাগল থাকবি, ছাগল হয়েই মরবি
যে কটা দিন হাতে আছে, ঘাস চিবাতেই থাকবি
ওপারে গিয়ে বলিস আমার পুণ্য কিছু নাই
আমি ছিলাম লেবাসধারী, সাম্যভাব ছড়াই।


কাগজের মানুষ
মো. হিজির

আমি মানুষ হতে পারিনি, কাগজের মানুষ
আমার হিস্যার অর্থ-ভান্ডার এখনো খুঁজে পাইনি; আমি মানুষ হতে পারিনি।

আমার পরনে পোশাক-পরিচ্ছদ, অসমতার চাদর এখনো গায়ে জড়ায়নি;
আমি মানুষ হতে পারিনি।

আামার শরীর রক্ত-মাংসে মোড়ানো, এখনো হিংসায় মোড়ায়নি;
আমি মানুষ হতে পারিনি।

আামার মনুষ্যত্ব মনে-প্রাণে, এখনো কর্পোরেট চেয়ারে রাখার সুযোগ হয়নি;
আমি মানুষ হতে পারিনি।

দু’বেলা খেয়ে তিনবেলা আয়নার সামনে দাঁড়ানোর সময় আর নিজেকে দেখার সুযোগ এখনো হয়নি; আমি মানুষ হতে পারিনি।

দমবন্ধ হওয়া চতুশ্চক্র যানে পায়ের উপর পা তুলে বসার সুযোগ এখনো হয়নি;
আমি মানুষ হতে পারিনি।

কারো ছারখার দেখে ঠোঁটের কোণায় অতিশয় ঘৃণ্য হাসি এখনো ফোটেনি;
আমি মানুষ হতে পারিনি।

বুকে দেশপ্রেম নিয়ে অভিবাসী স্বজনদের গল্প বলার সুযোগ এখনো হয়নি;
আমি মানুষ হতে পারিনি।

টঙের দোকনে দাঁড়িয়ে অক্রেয় কফির স্বাদ বর্ণনা করার সুযোগ এখনো হয়নি;
আমি মানুষ হতে পারিনি।

অভাগার ব্যর্থ আবির্ভাব ফাস্ট-ফুডের মতো গিলে খাওয়ার তৃপ্তি এখনো হয়নি;
আমি মানুষ হতে পারিনি।

স্নিগ্ধ রসনার কষ্টার্জিত উপার্জনে এখনো নিজের হক খুঁজে পাইনি;
আমি মানুষ হতে পারিনি।

আমি মানুষ হতে পারিনি, কাগজের মানুষ।
আমি উল্লাসের দিনে সূর্যোগামী এক মোমের ফানুস।


poisha bazar