

তুই
মৌমিতা পাল
তুই একটা হিমালয় আল্পসের মতো
ঠান্ডা ফুরফুরে মেজাজ...
একটা... তীক্ষ্ণ সাঁই সাঁই করে
বুকে গেঁথে যাওয়া চরিত্র।
একটা সাকসেসফুল মিশন!
আমার দু'বাক্য লেখার
সক্রিয় উপজীব্য, প্রাণ!
নিস্তব্ধ রাত্রিমাঝে নির্ভুল
জটিল অংকের উপপাদ্য প্রমাণ।
একটা চরম আকাঙ্ক্ষার অ্যামনেশিয়া।
একটা সাদৃশ্য উপলব্ধি, একটা চিৎকার,
একটা মাত্রাতিরিক্ত উত্তেজনা।
একটা প্রেসক্রাইবহীন মেডিসিন।
দু'চারটা পাজরের হাড়ের মাঝে
রক্তময় অ্যাকুরিয়ামের সুরক্ষিত স্পন্দন।
নিজেকে সরিয়ে রাখা
একগাদা অভিমানের অভারডোজ।
তৃষ্ণার্ত মরুভূমির বুকে
জল উদগীরণের দুশো বছর পরেও
ধরে রাখার মতো কাব্য।
একটা স্বর্তস্ফূর্ত নিঃশ্বাস, এ
কটা আত্মতৃপ্তি,
একটা অজানা আগ্রহ।