Image description

বিএনপি অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে লাকাম্বা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক টিমের আহবায়ক এএফএম তাওহীদুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলী। এছাড়া অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য ও দোয়া পরিচালনা করেন ড. মনিরুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'অস্ট্রেলিয়া বিএনপির সব নেতা-কর্মীদের জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে নিজেদের সব ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে চলমান গণতান্ত্রিক আন্দোলন দেশে ও বিদেশে চালিয়ে যেতে হবে।'

প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি তার বক্তব্যে অস্ট্রেলিয়ার নেতাকর্মীদের প্রশংসা করেন এবং রাশেদুল হকের অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট মেম্বারদের সঙ্গে দেশের অবস্থা তুলে ধরা জন্য ধন্যবাদ জানান। এছাড়া তিনি অস্ট্রেলিয়া বসবাসরত বিএনপির নেতা-কর্মীদের একত্রিত করে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সহযোগিতা করা পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রাশিদুল হক, বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়ার মেয়র রেজাউল করিম বাদশা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুগ্ম-সম্পাদক ফেরদৌসসহ আরো অনেকে।

মানবকণ্ঠ/আরএইচটি