উত্তর প্রদেশের রাজনীতি: প্রয়াত শ্বশুরের আসনে বিজয়ী পুত্রবধূ ডিম্পল


  • সংবাদদাতা, দৈনিক মানবকণ্ঠ
  • ০৯ ডিসেম্বর ২০২২, ১১:০১

বিজেপি প্রার্থীকে ধরাশায়ী করে উত্তর প্রদেশের মৈনপুরী লোকসভা আসনের উপনির্বাচনে বিজয়ী হলেন প্রাক্তণ মূখ্যমন্ত্রী মোলায়েম সিং যাদবের পুত্রবধূ ডিম্পল যাদব। তিনি উত্তর প্রদেশে প্রধান বিরোধী দল সমাজবাদী দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। শ্বশুরের মৃত্যুতে শূণ্য হয়ে পড়া মৈনপুরী আসনটিতে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। বিজেপি এই আসনে রঘুরাজ সিং শাখ্যকে প্রার্থী করে। গণনা শেষে ডিম্পল ৬১৮৬২০ ভোট এবং রঘুরাজ ৩২৯৬৫৯ ভোট পান। ওই আসনে আরও চার প্রার্থী ছিলেন, তবে তাদের প্রাপ্ত ভোট বেশ নগণ্য।

বৃহস্পতিবার সন্ধ্যা অবধি ভারতের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেনি। অবশ্য গণনা শেষ হয়ে গেছে। আর ডিম্পল যে ভোট পেয়েছেন তা ২০১৯ সালের লোকসভা ভোটে তাঁর সদ্যপ্রয়াত শ্বশুর এবং ভারতের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক হিসেবে বিবেচিত মোলায়েম সিং যাদবও পাননি। যদিও মৈনপুরী হচ্ছে যাদবদের গড়। মোলায়েমের প্রয়াণে সহানুভূতির ঢেউ এবং জাতপাতের অঙ্কে ডিম্পল বিশাল ভোটের ব্যবধান গড়েছেন বলে রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন।

উল্লেখ করতে হচ্ছে, গত লোকসভা নির্বাচনে একই ডিম্পল কণৌজ আসনে প্রার্থী ছিলেন। যদিও হেরে যান। যেখানে তাঁর স্বামী অখিলেশ যাদব প্রাক্তণ মূখ্যমন্ত্রী এবং সমাজবাদী দলের সভাপতি। ভারতের রাজনৈতিক ক্ষেত্রে উত্তর প্রদেশ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। ওই রাজ্যে লোকসভার আসন হচ্ছে ৮০টি। ২০১৬ সাল থেকে রাজ্যটি বিজেপির দখলে। মূখ্যমন্ত্রী হয়ে রয়েছেন কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। তাই ডিম্পলের জয়-পরাজয় নিয়ে বেশ চর্চা ছিল।

এদিকে, বিহার, ওড়িশা, রাজস্থান, ছত্রিশগড় ও উত্তর প্রদেশের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। এর মধ্যে বিহারের কুরহানি আসনে জনতা দলের (সংযুক্ত) প্রার্থীর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি জিতেছে। উত্তর প্রদেশেও একটি আসনে দলটি জয় পেয়েছে। নাহলে রাজস্থানে ও ছত্রিশগড়ে কংগ্রেস, ওড়িশায় বিজু জনতা দল প্রার্থীরা জয়ী হয়েছেন।


poisha bazar