গুজরাটে বিজেপির রেকর্ড জয়, হাতছাড়া হিমাচল

- সংবাদদাতা, দৈনিক মানবকণ্ঠ
- ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৯
বুথফেরৎ বা এগজিট পোলের সমীক্ষাকেও একপ্রকার পরাস্ত করে গুজরাটে বিশাল জয় পেয়েছে বিজেপি। ১৮২ আসনের বিধানসভায় বিজেপি ১৫৬টি আসন পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা অবধি ভারতের নির্বাচন কমিশন ১৪২টি আসনে ফল ঘোষণা করেছে। ১৪টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। কংগ্রেস ১৭টি আসন পেয়েছে। ২০১৭ সালের নির্বাচনে দল ৭৭টি আসন পেয়েছিল। লোকসান হয়েছে ৬০টি আসন। আর বেশ প্রচারে থেকেও আম আদমী পার্টি (আপ) মাত্র ৫ আসন পেয়েছে।
যদিও হিমাচল প্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারেনি। ৬৮ আসনের বিধানসভায় কংগ্রেস ৪০টি আসন পেয়েছে। বিজেপির ঝুলিতে পড়েছে ২৫টি আসন। তিন আসনে নির্দলরা জয়ী হয়েছেন। এই রাজ্যে সরকার গঠনের জন্য ৩৫ জন বিধায়কের প্রয়োজন। কংগ্রেসের কাছে ৫ জন বেশি রয়েছেন। তবে দুপুরের দিকে যে ট্রেন্ড ছিল তাতে অনেকেই ধরে নিয়েছিলেন, হিমাচলে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। তাই ভয়ার্ত হয়ে কংগ্রেস বিজয়ী বিধায়কদের পার্শবর্তী একটি রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। যদিও গণনা শেষে কংগ্রেস শিবিরে স্বস্তি নেমেছে।
এদিকে, গুজরাটে বিশাল জয় পাওয়ায় বিজেপির শীর্ষ থেকে তৃণমূলস্তরের ক্যাডাররা বেশ উৎফল্লিত। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জয়ের রেকর্ড ভেঙেছে। ১৯৮৫ সালে মাধব সিং সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস ওই রাজ্যে ১৪৯ টি আসন পেয়েছিল। ১৯৯৫ সাল থেকে বিজেপি গুজরাটে লাগাতার জয়ী হলেও এত সংখ্যক আসন পায়নি। যা এবার পেয়েছে। আর এই জয়ের মাধ্যমে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্যও জমি প্রস্তুত করে নিয়েছেন নরেন্দ্র মোদি। তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি তাই তিনি যে ফের প্রধানমন্ত্রীত্বের দাবিদার হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।


