গুজরাট-হিমাচলের ভোটগণনা
দিল্লি পুরসভা দখলে নিল আপ, ক্ষমতা হারাল বিজেপি

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:১১
এগজিট পোল বা বুথফেরৎ সমীক্ষায় প্রাপ্ত আভাস মতেই দিল্লি পুরসভা ভোটে বিজয়ী হয়েছে আম আদমী পার্টি (আপ)। গত ১৫ বছর ধরে দিল্লি পুরসভার দখলে থাকা বিজেপিকে হারিয়েছে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন দলটি।
তবে এগজিট পোলে যেভাবে বিজেপিকে সর্বাধিক ৯১টি আসন দেয়া হয়েছিল, সেইস্থলে হিন্দুত্ববাদী দলটি ১০৪টি আসন পেয়েছে। আপ পেয়েছে ১৩৪টি আসন। বেশ নিরাশাজনক ফল করে কংগ্রেস মাত্র ৯টি আসনে জিতেছে। তিনটি আসন নির্দলদের দখলে গেছে।
দিল্লি পুরসভায় ২৫০টি ওয়ার্ড রয়েছে। কোনও দলকে পুরসভার গদি দখল করতে হলে ১২৬টি আসনের প্রয়োজন। এই হিসেবে বিজেপির কাছে ২২টি ওয়ার্ড কম। আর আপের কাছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে বোর্ড গঠনের জন্য আপকে অন্য কারোর সহযোগিতার প্রয়োজন হবে না। তবে পুরসভায় আপকে শক্তিশালী বিরোধীর মোকাবিলা করতে হবে। আর গত ১৫ বছর ধরে একটানা ক্ষমতায় থাকা সত্ত্বেও বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা ছিল। তা সত্ত্বেও দলটি যেভাবে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল তাও যথেষ্ট তাৎপর্যবাহি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে, বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভার পাশাপাশি ওড়িশা, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ ও ছত্রিশগড়ের ১টি করে মোট ৫টি বিধানসভা আসন এবং উত্তর প্রদেশের মৈনপুরী লোকসভা উপনির্বাচনেরও ভোটগণনা। সকাল ৮টা থেকে গণনা শুরু হবে। আর নির্ধারিত গণনার সঙ্গে যে বিষয়টা উল্লেখপূর্ণ, তা হচ্ছে-গুজরাট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের গৃহরাজ্য।
অন্যদিকে, ভারতের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যুতে মৈনপুরী সংসদীয় আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। শূন্য হয়ে পড়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মুলায়মের পুত্রবধু ডিম্পল যাদব। তিনি মুলায়ম তনয় এবং উত্তর প্রদেশেরই আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী। স্বভাবতই ওই ভোটগণনার দিকে সারাদেশের চোখ।
মানবকণ্ঠ/এমআই


