ভারতের সুপ্রিম কোর্টে ৭০০ আইনজীবীর জটলা

ফের পেছাল নাগরিকত্ব আইন সংক্রান্ত মামলা


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:০১

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে পঞ্জীভুক্ত মামলার শুনানি পুনরায় পিছিয়ে গেল। ভারতের মুখ্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার ডিভিশন বেঞ্চ আগামী জানুয়ারি মাস অবধি মামলার শুনানি পিছিয়ে দিয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ‘‘ধর্মীয় উৎপীড়নের বলি হয়ে’’ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অবধি যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্শি ও খ্রীষ্টান ধর্মাবলম্বী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, তাদের নাগরিকত্ব দিতে ভারত সরকার আইনটি পাশ করেছে। ২০১৯ সালের ১১ ডিসেম্বর আইনটি ভারতের আইনকক্ষে পাশ হওয়ার পরই দেশজুড়ে তুমুল বিক্ষোভ,আন্দোলন হয়েছে। পাশাপাশি এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ২৩০ টি মামলা দায়ের হয়েছে। কারণ, ভারতের শাসকদল ছাড়া বিরোধী দল ও সংগঠনের মতে, আইনটি অসাংবিধানিক ও বৈষম্যমূলক।

ভারতের তিন পড়শি দেশের মুসলিমরা এই আইনের কোনও সুবিধা পাবেন না। অবশ্য আইনটি পাশ হওয়ার পরেও ভারত সরকার অদ্যাবধি এ সংক্রান্ত বিধি প্রস্তুত করেনি। ফলে ভারতে বসবাসরত অবৈধ অমুসলিম অভিবাসীরা এখনও এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারছেন না। পাশাপাশি আইনি জটিলতা রয়েছে।

সংসদে আইনটি পাশ হওয়ার পরই ২০২০ সালে সুপ্রিম কোর্টে পরের পর মামলা হতে থাকে। কিন্তু কোভিড অতিমারির জন্য দেশের সর্বোচ্চ আদালত মামলার শুনানি গ্রহণ করতে পারেনি। যদিও চলতি বছরের ১২ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য হয়। সেদিনও শুনানি না হয়ে প্রথমে ১৯ সেপ্টেম্বর ও পরে ৩১ অক্টোবর অবধি ফের শুনানি পিছিয়ে যায়। স্থির হয় ৬ ডিসেম্বর মামলার শুনানি হবে। তাই গতকাল সংশ্লিষ্ট বেঞ্চে ৭০০ জন আইনজীবী ভিড় জমান। যারা ২৩০ টি মামলায় প্রতিনিধিত্ব করছেন। কিন্তু সবাইকে নিরাশ করে ডিভিশন বেঞ্চ আবারও তা পিছিয়ে দিয়েছে।

মানবকণ্ঠ/এমআই


poisha bazar