হিমাচলেও স্বস্তিতে নেই কংগ্রেস, দিল্লি পুরসভা যাচ্ছে আপের দখলে

- সংবাদদাতা, দৈনিক মানবকণ্ঠ
- ০৭ ডিসেম্বর ২০২২, ১০:৪৪
সম্পন্ন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গৃহরাজ্য গুজরাট বিধানসভার নির্বাচন। সোমবার ওই রাজ্যের অন্তিম পর্যায়ের ভোট শেষেই দেশের বেশ ক’টি সমীক্ষক সংস্থা বুথফেরৎ সমীক্ষা বা এগজিট পোল প্রকাশ করেছে। ভারতের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তির কাছে স্বস্তিজনক বিষয় হচ্ছে যে সবক’টি বুথফেরৎ সমীক্ষায় গুজরাটে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সপ্তমবারের মত ক্ষমতাসীন হচ্ছে বলে আভাস দিচ্ছে। শুধু গুজরাট নয়,হিমাচল প্রদেশেও বিজেপি তীব্র প্রতিষ্ঠান বিরোধিতাকে মোকাবিলা করে সরকার গড়ার মত পরিস্থিতিতে রয়েছে বলেও এগজিট পোল বলছে।
এমনিতে এগজিট পোলের ফলাফল সবসময় সঠিক হয় না। কিন্তু অনেকাংশে মিলেও যায়। অতীতে এ ধরনের অনেক দৃষ্টান্ত রয়েছে। একাংশ সংস্থার এগজিট পোল আবার ফলের ধারেকাছে পৌঁছে যায়। সেই ধারাকে অব্যাহত রেখে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি ক্রমান্বয়ে প্রকাশিত সিংহভাগ এগজিট পোল বলছে যে ২০১৭ সালের চেয়ে অধিক আসন পেয়ে গুজরাটে ক্ষমতা দখল করছে বিজেপিই। আর ভারতের শতবর্ষ পুরনো দল কংগ্রেস পাঁচ বছর আগে ১৮২ আসনের গুজরাটে যে ৭৭টি আসন পেয়েছিল, তা ধরে রাখতে প্রবলভাবে ব্যর্থ হয়েছে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমী পার্টি বা আপের সক্রিয় অংশগ্রহনে বিরোধী ভোট ভাগ হয়েছে। অথচ বিজেপি ভোট অক্ষত রয়ে গেছে।
গুজরাটে ক্ষমতাসীন থাকতে হলে কোনও একটি দলকে নুন্যতম ৯২টি আসন পেতে হবে। রাত অবধি যে ছয়টি এগজিট পোল বেরিয়েছে তার মধ্যে ইন্ডিয়া ট্যুডে-অ্যাক্সিস বিজেপিকে ১২৯ থেকে ১৫১ আসন, কংগ্রেসকে ১৬ থেকে ৩০, আপকে ৯ থেকে ২১ এবং অন্যদের ২ থেকে ৬ আসন দিয়েছে। এবিপি নিউজ-সি ভোটারের আভাস মতে বিজেপি ১২৮-১৪০, কংগ্রেস ৩১-৪৩, আপ ৩-১১, অন্য ২-৬, টাইমস নাও-ইটিজি মতে বিজেপি ১৩৯, কংগ্রেস ৩০, আপ ১১, অন্য ২, রিপাব্লিক টিভি-পি-মার্ক মতে বিজেপি ১২৮-১৪০, কংগ্রেস ৩০-৪২, আপ ২-১০, অন্য ০-৩, নিউজ ২৪-চাণক্য বলছে বিজেপি ১৩৯-১৬১, কংগ্রেস ১০-২৮, আপ ৪-১৮, অন্য ০-৪ এবং নিউজ এক্স-জন কী বাত মতে বিজেপি ১১৭- ১৪০, কংগ্রেস ৩৫-৫১, আপ ৬-১৩, অন্য ১-২ আসন পাবে।
হিমাচল প্রদেশে আসন সংখ্যা হচ্ছে ৬৮। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৫টি আসন। এগজিট পোলের মতে ওই রাজ্যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোরদার লড়াই হবে। ইন্ডিয়া ট্যুডে-এক্সিস মতে বিজেপি ২৪-৩৪, কংগ্রেস ৩০-৪০, এবিপি নিউজ-সি ভোটার বি=৩৩-৪১, ক=২৪-৩২, টাইমস নাও-ইটিজি বি=৩৮, ক=২৮, রিপাব্লিক বি=৩৪-৩৯, ক=২৮-৩৩, চাণক্য বি= ২৬-৪০, ক=২৬-৪০ আসন পাচ্ছে।
ঘটনা হচ্ছে, এগজিট পোল সংস্থাগুলোর মধ্যে শুধু ইন্ডিয়া ট্যুডে-অ্যাক্সিসই কংগ্রেসকে প্রতিপক্ষ থেকে সামান্য এগিয়ে রেখেছে। নাহলে অন্য সব সংস্থার মতে হিমালয়ের পাদদেশে বরফাবৃত রাজ্যটিতে পুনরায় ক্ষমতা দখল করছে বিজেপিই। এই রাজ্যটি আবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার গৃহরাজ্য।
অন্যদিকে, দিল্লি পুরসভায় বিজেপির একটানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে আপ ক্ষমতা দখল করছে বলে তিনটি এগজিট পোলের সমীক্ষায় বলা হয়েছে। ২৫০ ওয়ার্ডের পুরসভায় আপ ১৪৯ থেকে ১৭৫ আসন পাচ্ছে বলে সমীক্ষায় আভাস দেয়া হয়েছে। তবে এতেও বিজেপি রানার্স আপ থাকছে। কংগ্রেস ৪ থেকে ৭টি আসন পেতে পারে।


