মায়ামীতে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন

- সংবাদদাতা, দৈনিক মানবকণ্ঠ
- ২৫ মে ২০২২, ০০:০৭
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামীর উদ্যোগে ২০ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মায়ামীতে অবস্থিত ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রী ও বাংলাদেশী অনুষদ সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত নজরুল সংগীত শিল্পী সুমন সিরাজী ও অতিথিদের অংশগ্রহণে কবি নজরুলের কবিতা ও নজরুল সংগীতসহ অন্যান্য গান পরিবেশিত হয়। পাশাপাশি, ধানমন্ডিস্থ কবি ভবনে জাতীয় কবির সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক দুর্লভ মুহুর্তের ধারণকৃত ভিডিওচিত্রও এ সময় প্রদর্শন করা হয়।
একই অনুষ্ঠানে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্প্রতি সাফল্যের সঙ্গে যারা পিএইচডি কোর্স সম্পন্ন করেছেন, তাদের মধ্য থেকে উপস্থিত ৮ জন বাংলাদেশী শিক্ষার্থীকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন কনসাল জেনারেল ইকবাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. নেসার আহমেদ তার বক্তব্যে উপস্থিত বাংলাদেশী শিক্ষার্থীদের কবি নজরুলের জীবনের অনুপ্রেরণায় বাংলাদেশী সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কর্মক্ষেত্রে নিজেদের গড়ে তুলতে আহবান জানান। কনসাল জেনারেল তার বক্তব্যে বাঙ্গালি জাতির অসাম্প্রদায়িক মানস গঠনে কবি নজরুলের ভূমিকার কথা তুলে ধরেন এবং বাংলাদেশী শিক্ষার্থীদের তাদের অধ্যায়নলব্ধ জ্ঞান যার যার কর্মস্থল থেকে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর প্রতি সচেষ্ট হতে অনুরোধ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো সংবাদ

