স্পেনে করোনায় বাংলাদেশির মৃত্যু


- অনলাইন ডেস্ক
- ০২ ডিসেম্বর ২০২০, ১০:৩৬
ইউরোপের স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপক বড়ুয়া (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় সোমবার বার্সেলোনার ডেল মার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি মৃত্যু হলো।
জানা যায়, দীপক বড়ুয়া দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় বসবাস করছিলেন। গত ৫ নভেম্বর করোনার সংক্রমণ নিয়ে স্থানীয় ডেল মার হাসপাতালে ভর্তি হোন। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন।
দীপক বড়ুয়ার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া থানায়। তিনি স্পেনের বার্সেলোনায় বসবাস করতেন। গত ছয় মাস আগে তার স্ত্রী বাংলাদেশে মৃত্যুবরণ করেন।
মানবকণ্ঠ/এসকে
আরো সংবাদ
