বিদ্যুৎ চালিত যাত্রীবাহী বিমানের ট্রায়াল সম্পন্ন


  • অনলাইন ডেস্ক
  • ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৭,  আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

সফলভাবে আকাশে উড়লো বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান। ইসরায়েলের এভিয়েশন এয়ারক্রাফট কোম্পানির নির্মিত বিমানটি সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়েছে। ৮ মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি তিন হাজার ৫০০ ফুট উচ্চতায় উঠেছিল।

সিএনএন’র এক প্রতিবেদনেব বলা হয়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ‘অ্যালিস’ নামের বিমানটি ওয়াশিংটনের গ্রান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ৮ মিনিট আকাশে ভ্রমণ করে।

এভিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও গ্রেগরি ডেভিস বলেন, এটি ইতিহাস। এটি বৈদ্যুতিক গাড়ি বা একটি সেলফোনের মতো ব্যাটারি প্রযুক্তি। ৩০ মিনিট চার্জ দিলে ৯ যাত্রী নিয়ে ১ ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম।

বিমানটির সর্বোচ্চ গতি ২৫০ নট বা ঘণ্টায় ২৮৭ মাইল। একটি বোয়িং-৭৩৭ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৫৮৮ মাইল।

গ্রেগরি ডেভিস আরও বলেন, বিমান চলাচলে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই বিদ্যুৎচালিত বিমান তৈরির কাজ করে তার কোম্পানি।


poisha bazar