পরকীয়া প্রেমিকাকে পেতে মা, মেয়ে, স্ত্রীসহ ৫ জনকে খুন


- অনলাইন ডেস্ক
- ২৪ জুলাই ২০২০, ১১:০৯
পরকীয়া প্রেমিকাকে বিয়ে করতে নিজের মা, তিন কন্যা ও স্ত্রীকে হত্যা করেছেন এক ব্যক্তি।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে মিশরের এশিয়টে।
জানা গেছে, ওই ব্যক্তি ফার্মে কাজ করেন। একজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। সেই নারীও তার স্বামীকে ডিভোর্স দিয়ে ওই ব্যক্তিকে বিয়ে করার আশ্বাস দিয়েছিলেন। পরে লোকটি প্রেমিকাকে বিয়ে করতে নিজের মা, স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে। শেষে নজর ছিল ছোট মেয়েকে শেষ করার। রান্নাঘরে দড়ি দিয়ে ১৩ বছরের ছোট মেয়ের গলায় ফাঁস বসিয়েও দিয়েছিল। অজ্ঞান মেয়েকে মৃত ভেবে চলে যায় ওই ব্যক্তি। কোনও ক্রমে বেঁচে যায় মেয়েটি।
৫ জনকে খুন করার পর বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় ওই ব্যক্তি। মৃতদেহগুলিকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এখন পুলিশি হেফাজতে রয়েছে ওই ব্যক্তি। যদিও তার নাম ও বয়স প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, বিগত কয়েক বছরে মিশরে পারিবারিক খুনের ঘটনা প্রায়শই দেখা গেছে। এবছরই কায়রোতে দুই শিশুকে চারতলা থেকে ছুড়ে ফেলেন এক মানসিক ভারসাম্যহীন মা। তারপর নিজেও ঝাঁপ দেন। গত বছর মিশরের কফর এল শেখে একজন ডাক্তারকে তার স্ত্রী ও তিন সন্তানকে খুনের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।
মানবকণ্ঠ/এইচকে
