Image description

ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরে ভয়াবহ ত্রিমুখী ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেবে দেশটির সরকার। গুরুতর আহতদের চিকিৎসায় দেয়া হবে জনপ্রতি দুই লাখ রুপি করে। জনপ্রতি ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ পাবেন অল্প আঘাত পাওয়া যাত্রীরাও।

শুক্রবার (২ জুন) রাতে টুইট করে এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া নিয়ে এসব তথ্য জানান দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাতেই রেলমন্ত্রী বালেশ্বরে ঘটনাস্থলে যান। ইতিমধ্যে ঘটনাস্থলে গেছেন রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি।

দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে বলেছেন, 'ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।'

শুক্রবার রাতে আপ লাইনের 'সালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস' লাইনচ্যুত হয়ে ডাউনলাইনে 'বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের' লাইনচ্যুত কোচগুলোতে আঘাত করে। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এরপর এই দুটি আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত একাধিক বগির সঙ্গে সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রেনের।

ভয়াবহ এই দুর্ঘটনার এতো বেশি প্রাণহানির কারণ ব্যাখ্যা করতে গিয়ে শনিবার এ তথ্য দিয়েছে ওড়িশার প্রাদেশিক সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ প্রতিবেদনে দুটি ট্রেনের সংঘর্ষ ও লাইনচ্যুতের কথা বলা হলেও সত্যিকার অর্থে সেখানে তিনটি ট্রেনের সংঘর্ষ হয়েছে।

বালেশ্বর জেলার বাহেঙ্গা বাজারের কাছে এই তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। কলকাতা থেকে এর দূরত্ব ২৫০ কিলোমিটার দক্ষিণে ও ভূবেনশ্বর থেকে ১৭০ কিলোমিটার উত্তরে।

শুক্রবার রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসসহ তিনটি ট্রেন জড়িত।

দুর্ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ২৮৮ জন নিহত এবং প্রায় ৯০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মানবকণ্ঠ/এফআই