ভারতে স্কুলবাস খাদে, নিহত ১৬

- অনলাইন ডেস্ক
- ০৪ জুলাই ২০২২, ১১:২০
ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে, প্রদেশের কুলুতে জাংলা গ্রামের কাছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে বাসটি খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল। নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।
কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাঁজগামী বাসটি জাংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
ছবিতে দেখা গিয়েছে একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসটি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


