জাম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৪


  • অনলাইন ডেস্ক
  • ১৪ মে ২০২৩, ১১:৪৯

জাম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ মে) দেশটির দক্ষিণাঞ্চলে গির্জাগামীদের বহনকারী একটি বাস একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া চালকসহ আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন। সেখানকার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

পুলিশের মুখপাত্র ড্যানি মাওয়ালে এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে ২৩ জন নারী এবং একজন পুরুষ। তারা সবাই প্রাপ্তবয়স্ক। এছাড়া আহতদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, জাম্বিয়ায় রাস্তার খারাপ অবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ।


poisha bazar