জিম্বাবুয়েতে মহামারি রূপ নিয়েছে হাম, ১৫৭ শিশুর মৃত্যু


  • অনলাইন ডেস্ক
  • ১৭ আগস্ট ২০২২, ১৮:২৫

জিম্বাবুয়েতে ভয়ংকর রূপ নিয়েছে হাম। এরইমধ্যে রোগটির প্রাদুর্ভাবে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া এ তথ্য জানান।- খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বার্তা সংস্থাটি জানায়, জিম্বাবুয়েতে হামের তীব্রতা এতটাই বেড়েছে যে মাত্র সাতদিনের মধ্যে মৃত্যুর এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ বাড়ায় গত সপ্তাহে অ্যাপস্টোলিক গির্জা সম্প্রদায়কে দায়ী করছে জিম্বাবুয়ের সরকার। গির্জা সম্প্রদায় টিকা না নেয়ায় হামের প্রাদুর্ভাব ব্যাপক হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া বলেন, গত চারদিনে দেশব্যাপী হামে আক্রান্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা এক হাজার ৩৬ থেকে বেড়ে ২ হাজার ৫৬ জনে পৌঁছেছে। সন্দেহভাজন এসব শিশু রোগীর বেশিরভাগের বয়স ছয় মাস থেকে ১৫ বছর। এসব শিশুরা এমন ধর্মীয় সম্প্রদায়ের সদস্য যারা টিকাদানে বিশ্বাস করেন না।

মুতসভাংওয়া বলেন, আক্রান্তদের বেশিরভাগ ক্ষেত্রেই হামের বিরুদ্ধে সুরক্ষার জন্য টিকা দেওয়া হয়নি। এ জরুরি অবস্থা মোকাবিলার জন্য সিভিল প্রোটেকশন (নাগরিক সুরক্ষা) ইউনিট সম্পর্কিত আইন ব্যবহারের আহ্বান করা হয়েছে।

তিনি আরো বলেন, আগামী সেপ্টেম্বর মাসে স্কুল খোলার আগে টিকাদান কর্মসূচি আরও জোরালো করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে এ বিষয়ে সমর্থনের জন্য সরকার ঐতিহ্যবাহী ও ধর্মীয় নেতাদের দ্বারস্থ হচ্ছে।


poisha bazar