

আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নেই, চলতি বছরেই সরকারকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, বর্তমান সরকারপ্রধানকে জনগণ আর বিশ্বাস করে না। তারা গত দুই নির্বাচনেও ওয়াদা ভঙ্গ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে।
তিনি বলেন, এ সরকার বলছিল ১০ টাকায় চাল, ঘরে ঘরে চাকরি এবং কৃষকদের বিনামূল্যে সার দেবে। কিন্তু বাস্ততে তার কিছুই হয়নি। তাহলে এই ব্যর্থ সরকারের থাকার দরকার কী?
বিএনপির এই নেতা বলেন, বর্তমন সরকারের দুঃশাসনে মানুষ এখন অতিষ্ঠ। তাই এবারের আন্দোলন হবে চোর তাড়ানো, জঞ্জাল মুক্ত করা এবং গণতন্ত্র হত্যাকারীদের তাড়ানোর আন্দোলন।
সভায় জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, বিএনপির নির্বাহী কমিটির সদস্য পিয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এজিএম সামছুল হক, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআরএস