Image description

পুলিশের কাছে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে আটক হয়েছেন জামায়াতে ইসলামীর চার নেতা।

সোমবার (২৯ মে) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের সামনে তারা আটক হন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতের আমিরের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী ৫ জুন বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এজন্য প্রয়োজনীয় সহযোগিতা চাইতে ডিএমপি কার্যালয়ে যাওয়ার সময় দলের চার নেতাকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি গোলাম রহমান ভূঁইয়া, বারের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল বাতেন, বারের সাবেক সিনিয়র সহসভাপতি জালাল উদ্দীন ভূঁইয়া।

মানবকণ্ঠ/এসআরএস