অবৈধ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ: আব্দুস সালাম


  • অনলাইন ডেস্ক
  • ৩১ মার্চ ২০২৩, ২০:১০

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী সরকারের ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দেশের গণতন্ত্র মৃতপ্রায়। দেশের মানুষ গণতন্ত্র হত্যাকারী, অর্থনীতি ধ্বংসকারী, গুম-খুন মামলা হামলা ও নির্যাতনকারী এ অবৈধ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

শুক্রবার বিকেলে ধোলাইপাড় গ্রীন হাউজ কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম।

এতে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মো. মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, তানভীর আহমেদ রবীন, মনির হোসেন চেয়ারম্যান, মহানগর সদস্য মো. ফরহাদ হোসেন, জামশেদুল আলম শ্যামল, সুমন ভূঁইয়া, বদরুল আলম সবুজ, কাউন্সিলর মীর হোসেন মীরু, মোজাম্মেল হোসেন, মো. জাকির হোসেন, মাহাবুব মাওলা হীমেল, ইমতিয়াজ আহমেদ টিপু, ছাত্রদলের নিয়াজ মো. নিলয়, রাজু আহমেদ রাজু প্রমুখ।

সভা সঞ্চালনায় করেন শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েল।

মানবকণ্ঠ/আরএইচটি


poisha bazar