রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল

- অনলাইন ডেস্ক
- ৩১ মার্চ ২০২৩, ১৯:৪৯, আপডেট: ৩১ মার্চ ২০২৩, ১৯:৫৮
প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়া।
সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ডাকাত ছিলেন না, ডাকাত বর্তমান সরকার। এরা ডাকাতি করে দিনের ভোট রাতে করেছে। এ সরকার ভোট ডাকাত। ডাকাতি করেই ক্ষমতায় টিকে আছে।
বক্তারা বলেন, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে কীভাবে সম্মান দিতে হয় তা তারা (সরকার) জানে না। জানবে কী করে! এ মুক্তিযুদ্ধের দল দাবি করলেও আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। এ ফ্যাসিস্ট সরকার শুধু জনগণের অধিকার নয়, মুক্তিযুদ্ধের চেতনাও ডাকাতি করেছে।
সম্প্রতি আওয়ামী লীগের একটি সভায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘ডাকাতের সন্তান’ হিসেবে মন্তব্য করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। বক্তারা অবিলম্বে মাঈনুল হোসেন খান নিখিলকে তার এ ধৃষ্টতার জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। নতুবা জনতার আদালতে তার বিচার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রদল নেতারা।
এর আগে বিক্ষোভ মিছিল বিএনপির নয়াপল্টন অফিসের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. রমজান, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম ভূঁইয়া, তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকরাম খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম নয়ন, গেন্ডারিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব জনি ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাবেদ হোসেন মুন্না, কোতোয়ালি থানা যুবদল নেতা আব্দুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন মামুন, কবি নজরুল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নাজিম উদ্দিন সজিব, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন অন্তু, জামাল খান, জাহিদ হোসেন রাসেল, সজিব হোসেন স্বাধীন, সূত্রাপুর থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল ওয়াজেদ হিমেল, সদস্য সচিব সাব্বির ভূইয়া, যুগ্ম-আহ্বায়ক সাইফ আহমেদ হিমু, ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদ, সদস্য সচিব নাঈম ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মেহেদি হাসান সিয়াম, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শাকিল আহমেদ, যুগ্ম-আহ্বায়ক ইবু,সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক জসিম, যুগ্ম-আহ্বায়ক রুবেল, আর কে কলেজের সদস্য সচিব রাব্বি, ওয়ারী থানা স্বেচ্ছাসেবক নেতা জামিল আহমেদ তুহিন, আব্দুর রহমান ভূ্ঁইয়া, ছাত্রনেতা শরিফ হাসান, মামুন, আবু বক্কর, তুহিন, ফয়সাল, নাঈম, উউজ্জল আশিক হামিদসহ প্রমুখ অংশ নেন।
মানবকণ্ঠ/আরএইচটি


