‘সরকারের বিশেষ কিছু পদক্ষেপে কর্মসংস্থান বেড়েছে’


  • অনলাইন ডেস্ক
  • ২৯ মার্চ ২০২৩, ১৭:১১,  আপডেট: ২৯ মার্চ ২০২৩, ১৭:১৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মহামারি করোনাভাইরাসের সময় কর্মসংস্থান ও দারিদ্র্যের হার কমেছে। সরকার বিশেষ কিছু পদক্ষেপ নেয়ার কারণে কর্মসংস্থান বেড়েছে।

তিনি বলেন, করোনার সময় ২০ শতাংশ থেকে দারিদ্র্য কমে ১৬ শতাংশ হয়েছে। সরকার বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। গভীরে গেলেই বুঝা যায় দেশে দারিদ্র্য কমেছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ‘শ্রমশক্তি জরিপ ২০২২’র প্রভিশনাল রিপোর্ট প্রকাশ করে।

এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, কেউ যদি সপ্তাহে এক ঘণ্টা কাজ করেন, তিনি আর বেকার নন। এমনকি যেসব মায়েরা বাড়িতে হাঁস-মুরগি পালন করেন, তারাও বেকার নন।

আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar