‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’

- অনলাইন ডেস্ক
- ২৬ মার্চ ২০২৩, ১৫:০৩
আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
রোববার (২৬ মার্চ) বেলা ১১টায় ভোলার বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বক্তব্য রাখেন।
মানবকণ্ঠ/এআই

আরো সংবাদ

