‘ইসলামের খেদমতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

- অনলাইন ডেস্ক
- ২৬ মার্চ ২০২৩, ১২:৫০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বাংলাদেশে ইসলামের খেদমতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান অতুলনীয় যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শনিবার (২৫ মার্চ) আসরের নামানজের পর মনিপুর সিদ্দিকীয়া মাদ্রাসা ও ইয়াতীমখানার বার্ষিক সাধারণ সভা ও হেফজ্ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশে ইসলামের খেদমতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর সময় বাংলাদেশ ওআইসি সদস্য লাভ করে। বঙ্গবন্ধু কাকরাইল মসজিদের জন্য জমি বরাদ্দ করেছেন। টঙ্গীতে বিশ্ব ইজতেমার স্হান নির্ধারণ করেছেন এবং ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন।
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামের খেদমতের বিভিন্ন উদাহরণ উপস্থিত মুসল্লিদের সামনে তুলে ধরেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশের জনগণের নামাজ পড়ার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ স্থাপন করার উদ্যোগ নিয়েছেন। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করেছেন। ২ লাখ ১২ হাজার ইমামকে ইসলামী বুনিয়াদি শিক্ষার প্রশিক্ষণ দিয়েছেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট চালু করেছেন। উপজেলা পর্যায়ে ১টি মসজিদ ও ১টি মক্তব সরকারিকরণ প্রকল্প হাতে নিয়েছেন। জাতিসংঘে আলেমদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কওমী জননী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি গভীর মমত্ববোধের কথা উল্লেখ করে নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কওমী মাদ্রাসার স্বীকৃতির ব্যবস্থা করেছেন যাতে মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মতোই সব ধরনের সরকারি ও বেসরকারি চাকরি করার সুযোগ সুবিধা পান। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং ১০১০ টি এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮১ হাজার ১৪৭ জন আলেম ওলামাকে দ্বিনী দাওয়াত ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন উল্লেখ করে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ইসলামের খেদমতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান অতুলনীয় ও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮ টি ইসলামিক মিশন কেন্দ্র স্থাপনের কথা উল্লেখ করে নিখিল বলেন, হজ্ব ব্যবস্থাপনা আধুনিকায়ন সহ ২০২৪ সালে ৩২ তলা বিশিষ্ট জাহাজে হজযাত্রী পাঠাচ্ছে আওয়ামী লীগ সরকার।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, পবিত্র আল কোরআন ডিজিটালাইজেশন করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণের মন জয় করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য মুসল্লিদের কাছে অনুরোধ জানিয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক।
এসময় উপস্হিত ছিলেন মনিপুর সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি ইন্জি. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক ইন্জি . মোঃ আমিন সহ উক্ত মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

আরো সংবাদ

