মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির উদ্বোধন


  • নিজস্ব প্রতিবেদক
  • ২৫ মার্চ ২০২৩, ২১:১৭

আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগী রোজাদারদের সম্মানে মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচি চালু করেছে এবি পার্টি। আজ ২৪ মার্চ শুক্রবার পহেলা রমজানে এবি পার্টির রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে বিকেল সাড়ে ৫ টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু , যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. আরিফ বিল্লাহ বলেন, 'অত্যন্ত বরকত ও ফজিলতের মাস পবিত্র রমজানের প্রথম দিনে ইফতার উদযাপন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। মহিমান্বিত এই মাসে এবি পার্টির উদ্যোগে প্রতিদিন দরিদ্র অসহায় ছিন্নমূল মানুষকে ইফতার বিতরণ কর্মসূচী অবশ্যই প্রসংশনীয়। দেশের সামগ্রিক পরিস্থিতি যখন বিপর্যস্ত, লাগামহীন দ্রব্যমূল্যে যখন জনগনের নাভিশ্বাস উঠছে, ক্ষুধার জ্বালায় যখন পিতামাতা ছেলে সন্তানসহ স্বপরিবারে আত্মহত্যা করছে বলে পত্রিকায় খবর বের হচ্ছে, সেই কাল সন্ধিক্ষণে এবি পার্টির এই ইফতার বিতরন কর্মসূচী নি:সন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।'

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, 'এবি পার্টি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। কল্যাণ রাষ্ট্র গড়ার মাধ্যমে দেশের উপার্জনহীন, অসহায় এবং নিম্ন আয়ের মানুষদের রাষ্ট্রের পক্ষ থেকে জীবন ধারনের ন্যুনতম ভাতা তাদের এ্যাকাউন্টে পৌঁছে দেবে। এজন্য টিসিবি'র লাইনে দাঁড়ানোর মতো অমর্যাদাকর কোন অবস্থানে নাগরিকদের ঠেলে দেবেনা।'

মানবকণ্ঠ/এফআই


poisha bazar