দ্রব্যমূল্য কমানোর দাবি ইসলামী গণতান্ত্রিক পার্টির


  • নিজস্ব প্রতিবেদক
  • ২৪ মার্চ ২০২৩, ১৬:৪৪

বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। শুক্রবার ২৪ মার্চ এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে এম এ আউয়াল বলেন বলেন, রমজান মাসে পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করে ব্যবসা করুন। এ মাস ইবাদতের মাস। এ মাসে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ইবাদতে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।

এম এ আউয়াল মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, রমজানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নৈতিকতা শিক্ষায় ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিন। বেশি বেশি তওবাহ, ইস্তেগফার ও কুরআন তেলাওয়াত করুন। এছাড়াও রোজার মধ্যেই সারাদেশে কারাবন্দী আলেম ওলামাদের মুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানান।


poisha bazar