লন্ডনে ফিরলেন কোকোর স্ত্রী

- অনলাইন ডেস্ক
- ১৮ জানুয়ারি ২০২২, ১৭:৫৫, আপডেট: ১৮ জানুয়ারি ২০২২, ১৯:০৬
সাড়ে তিন মাসের বেশি ঢাকায় অবস্থানের পর লন্ডনে ফিরে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, রোববার রাতে তিনি ঢাকা ছাড়েন এবং সোমবার লন্ডনে পৌঁছেন।
এর আগে শনিবার লন্ডনে যান কোকোর বড় মেয়ে জাহিয়া রহমান। গত বছরের ২৫ অক্টোবর খালেদা অসুস্থ হয়ে পড়ায় জাহিয়াকে নিয়ে শর্মিলা ঢাকায় আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, খালেদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শর্মিলা লন্ডনে চলে গেছেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি সেখানে অবস্থান করছেন।
১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শর্মিলা খালেদা জিয়ার দেখভাল করছিলেন।
৯ জানুয়ারি খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।


